বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ৭ মাসের মধ্যেই সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড রিজওয়ানের


৭ মাসের মধ্যেই সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড রিজওয়ানের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০২১

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেটে সাত মাসের মধ্যেই সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড করলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। চলতি বছরে শেষ হয়েছে মাত্র সাত মাস। এই সাত মাসেই টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক রিজওয়ান।

এখন পর্যন্ত ১৫ ম্যাচের ১৪ ইনিংসে ৭৫২ রান করেছেন রিজওয়ান। তার ব্যাট থেকে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আসে। ব্যাটিং গড়- ৯৪।

গত রাতে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে ৪৬ রান করেন রিজওয়ান। এই ইনিংস খেলার পথে বিশ্বরেকর্ডের মালিক হন তিনি।

এতোদিন এই বিশ্বরেকর্ডের মালিক ছিলেন আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং। ২০১৯ সালে ২০ ম্যাচের ২০ ইনিংসে ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭৪৮ রান করেছিলেন আইরিশ ওপেনার। এবার সেই বিশ্বরেকর্ড দখলে নিলেন রিজওয়ান।

এ বছর শেষ হতে এখনো পাঁচ মাস বাকী আছে। বর্তমান ফর্ম অব্যাহত থাকলে বছর শেষে রিজওয়ানের পাশে রানের সংখ্যাটা আরও বেশি দেখা যাবে এতে কোন সন্দেহ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি