শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আইপিএলে মোস্তাফিজদের দলে দুই ইংলিশের জায়গায় দুই ক্যারিবিয়ান


আইপিএলে মোস্তাফিজদের দলে দুই ইংলিশের জায়গায় দুই ক্যারিবিয়ান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০২১

স্পোর্টস ডেস্ক:

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের স্থগিত হওয়া দ্বিতীয় পর্বের খেলা। রাজস্থান রয়্যালসের হয়ে টুর্নামেন্টের বাকি অংশের ম্যাচগুলোও খেলবেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এ বিষয়ে অনুমতিও চেয়েছেন দ্য ফিজ।

আইপিএল খেলতে যাওয়ার আগেই বদলে গেলো মোস্তাফিজের দুই সতীর্থ। ইংল্যান্ডের ২ ক্রিকেটার জস বাটলার ও বেন স্টোকসের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার এভিন লুইস ও ওশান থমাসকে দলে নিয়েছে মোস্তাফিজদের দল রাজস্থান। টুর্নামেন্টের বাকি এ দুজনকে পাবে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান এভিন লুইস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ফরম্যাটে পঞ্চম সর্বোচ্চ ১৩১৮ রান করেছেন তিনি, হাঁকিয়েছেন ১০৩ টি ছক্কা। ক্যারিবীয়দের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে লুইসের চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল (১২১)।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলছেন লুইস। আসরের প্রথম ৩ ম্যাচে করেছেন যথাক্রমে ৬, ৬২ ও ৩০ রান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলে ডাক পেলেন তিনি। এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন ২০১৮ ও ২০১৯ সালের আসরে।

অন্যদিকে রাজস্থানের হয়ে দ্বিতীয়বার খেলতে চলেছেন থমাস। এর আগে ২০১৯ সালের আসরে ৪ ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। দ্রুতগতির কারণে ব্যাটসম্যানদের কাছ থেকে সমীহ আদায় করে নিতে পারেন থমাস। চলতি সিপিএলে ১৪২ কিমি প্রতি ঘণ্টার ডেলিভারিতে বোল্ড করেছিলেন ক্রিস গেইলকে।

করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়ার আগে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে ছিল রাজস্থান। আগামী ২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করবে দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি