বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » বৃদ্ধা মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত


বৃদ্ধা মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

গাইবান্ধা সদর উপজেলায় বৃদ্ধা মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে (৪৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়াউল হক সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইজীবী পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৮ সালের ১৩ জুন আসামি জিয়াউল হক ছোট ভাই জুবায়ের খন্দকারের কাছে কিছু টাকা চায়। জুবায়ের টাকা না দেয়ায় ক্রিকেট ব্যাট হাতে জিয়াউল তাকে মারতে আসে। এ সময় তাদের মা জহুরা বেগম (৬১) ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে। পরে জিয়াউল তার মায়ের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এরপর আহত জহুরা বেগমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার পরদিন জহুরা বেগমের স্বামী নুরুল ইসলাম ছেলে জিয়াউল হককে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে হত্যার ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি