রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিতে ইংল্যান্ড


শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিতে ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০২১

স্পোর্টস ডেস্কঃ

শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখলো ইংল্যান্ড। টানা চার ম্যাচ জিতে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করল মরগ্যানের দল। শুরুতে ব্যাট করে বাটলারের শতকে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৩ রান, জবাবে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় লঙ্কানরা। ফলে ২৬ রানে হার মানতে বাধ্য হয় তারা।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ইংল্যান্ড। টস হেরে দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানদের ওপর তাণ্ডব চালান বাটলার। চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে যখন ব্যাট উঁচিয়ে ধরলেন তখন ইংল্যান্ডের সংগ্রহ ১৬৩ রান। শেষ বলে ছক্কা মেরে নিজের শতক পূরণ করেন ইংলিশ এই ব্যাটসম্যান। ৪৬ বলে ফিফটির পর পরের ২১ বলেই তুলে ফেললেন শতক। ৬ চার ও ৬ ছক্কায় ৬৭ বলে খেললেন ১০১ রানের ইনিংস। হেলস, মালান, লিভিংস্টোনের পর চতুর্থ ইংলিশ হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন বাটলার।

যদিও শুরুর দিকে তেমন দাপট দেখাতে পারেনি ইংল্যান্ড। ব্যাক্তিগত ৯ রানের মাথায় ডি সিলভার বলে বোল্ড হয়ে ফেরেন জেসন রয়। বেশি সময় থাকতে পারেননি ডেভিড মালানও (৬)। পরে বেয়ারস্টোকে রানের খাতাই খুলতে দেননি ডি সিলভা। পাওয়ার প্লেতে ৩ উইকেট তুলে ইংলিশদের চেপে ধরেছিল লঙ্কানরা।

কিন্তু একপাশ আগলে রাখেন বাটলার। মরগ্যানের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন। মরগ্যান ৩৬ বলে ডি সিলভার বলে বোল্ড হয়ে ফেরার আগে করেন ৪০ রান। ক্যারিয়ারের সবচেয়ে স্লো ফিফটি খেলে মারমুখী হন বাটলার। শেষ পর্যন্ত টিকে খেলে ফেলেন অপরাজিত ১০১ রানের ইনিংস। বাটলারের শতকে ভর করেই ১৬৩ রানের সংগ্রহ পায় ইংলিশরা।

জবাবে স্কোরকার্ডে ৮ রান উঠতেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। রান আউটে কাটা পড়েন পাথুম নিশাঙ্কা (১)। পাওয়ার প্লেতেই তারা হারায় আসালাঙ্কা(২১) ও কুশল পেরেরাকে(৭)। ব্যক্তিগত ১৩ রানেই সাজঘরে ফেরেন আভিষ্কা ফার্নান্দো। পরে ১৮ বলে ২৬ করে ফেরেন ভানুকা রাজাপাকসে।

১১ ওভারে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। সেই চাপ পড়ে আর কাটিয়ে উঠতে পারেননি। ৬ষ্ঠ উইকেট জুটিতে দাসুন শানাকা ও ওয়ানিদু হাসারাঙ্গা মিলে ৫৪ রানের জুটি গড়েন। কিন্তু ১৭তম ওভারের পঞ্চম বলে লিভিংস্টোনের বলে সীমানার কাছাকাছি রয়-বিলিংসের যৌথ চেষ্টায় ক্যাচ আউট হন হাসারাঙ্গা(৩৪)। এতেই খেলার মোড় উল্টে যায়। পরের ওভারে বাটলারের থ্রোতে রানআউট শানাকা(২৬)। এরপর করুনারত্নে, দুশমন্থ এবং মহেস থিকসানা দ্রুত ফিরে গেলে ১ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস।

শ্রীলঙ্কা একাদশ

কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকশানা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি