সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


রিয়াদে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২১

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব:

বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সৌদি আরবের রিয়াদে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । খেলায় ভয়েজ অফ বাংলাদেশ ৫ উইকেটে জয়লাভ করে।

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম,বার ।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে  ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, হাফিজুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটি, রিয়াদ মহানগর, আল খারজ কমিটিসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ।

খেলায় দুটি দল অংশ নেয় ভয়েস অফ বাংলাদেশ এবং বাংলা ভয়েস ক্রিকেট টিম । খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন রাস্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম, বার ।

খেলার ধারাভাষ্যকার ছিলেন বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার তানভির সিকান্দার ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি