বৃহস্পতিবার,১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মানুষের চুল দিয়ে তৈরি হলো সোয়েটার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২২

লাইফস্টাইল ডেস্ক:

শীত আসতেই সোয়েটারের কদর বেড়ে যায়। এই মৌসুমে বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে আনে। কীভাবে আরও নতুন নতুন উপায়ে চমকে দেওয়া যাবে ক্রেতাকে তা নিয়ে নিত্য ভেবে চলেন বস্ত্রশিল্পীরা।

এবার ফ্যাশন দুনিয়ায় নতুন চমক দিলেন নেদারল্যান্ডের বস্ত্রশিল্পী সোফিয়া কোলার। তিনি মানুষের পরিত্যক্ত চুল দিয়েই তৈরি করলেন সোয়েটার। যা সবাইকে অবাক করে দিয়েছে।

নেদারল্যান্ডের আমস্টারডামে এই শিল্পীর বাসস্থান। তিনি মানুষের ফেলে দেওয়া চুল থেকেই তৈরি করেন নানা ধরনের পোশাক। যা সত্যিই বিস্ময়কর ও পরিবেশবান্ধবও বটে।

তিনি জানান, প্রতিবছর ইউরোপে প্রায় সাত কোটি কেজিরও বেশি চুল অপচয় হয়। ওই চুল পুনর্ব্যবহারের মাধ্যমে তারা এই নান্দনিক পোশাক তৈরি করেন।

উলের মতো চুলও তৈরি কেরাটিন তন্তু দিয়ে। আর চুল বিষাক্তও নয়, ফলে কৃত্রিম তন্তুর তুলনায় এটি অনেক ভালো বিকল্প বলে জানান এই বস্ত্রশিল্পী।

তার মতে, যেহেতু এর কাঁচামালের অভাব নেই ও এটি টেকসই, হালকা এমনকি তাপরোধী। তাই এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই ফ্যাশন দুনিয়ায় তা জনপ্রিয় হয়ে উঠবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি