সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মতিন সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০২২

বি এম মহিউদ্দিন মন্টিঃ

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে কাশারীপট্টি যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী।

রবিবার(২৭ ফেব্রুয়ারী) বিকেলে পুরাতন মৌলভীপাড়া মাঠে টাইগার ভয়েজ ও হযরতপাড়া একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন কাশারীপট্টি সমাজের সর্দার আবু কায়ছার হানিফ ভুলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কুমিল্লা সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য শাহজাহান সিরাজী সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট শিক্ষানুরাগি মাঈনুল ইসলাম জুয়েল, বিশিষ্ট সমাজ সেবক হাজী মাসুকুর রহমান মাসুক, শহিদুল ইসলাম সোহাগ, আবুল কাশেম, গোলাপ মিয়া।

টচে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হযরতপাড়া একাদশ এবং প্রথমেই ব্যাটিং করে টাইগার বয়েজ ৮২ রান সংগ্র করেন। পরবর্তীতে হযরত পাড়া ১০ অভারে ৭০ রান সংগ্রহ করে ১২ রানে পরাজিত হয়েছেন টাইগার বয়েজের কাছে ।

খেলা শেষে সভাপতি ও প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দরা প্রথমে আম্পায়ার দায়িত্ব পালন করা বিল্লাল হোসেন ও রাসেল রানার এবং আয়োজক আকরামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরে রানারআপ টিমের সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন ।

ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেন টাইগার বয়েজের অধিনায়ক মুন্নার হাতে । সর্বশেষ চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়দের মাঝে ক্রেস্টসহ এল ই ডি টিভি তুলে দেন অতিথি বৃন্দরা।

খেলা উপভোগ করতে পুরো এলাকার লোকজনসহ বিভিন্ন এলাকার লোকজন এসে দর্শকের ভূমিকা রাখেন । সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টির উপস্থাপনায় কাশারীপট্টি সমাজের যুবকদের পক্ষে ব্যবসায়ি ইউসুফ মিয়া, সুবল, জহির,বোরহান,নিহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খেলাটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক আজকের কুমিল্লা, কুমিল্লা টোয়েন্টিফোর টিভি ও চ্যানেল বাংলাদেশ টিভি ।

উল্লেখ্যে যে, মিডিয়া পার্টনার হিসেবে থাকায় কুমিল্লা টুয়েন্টিফোর টিভির সিইও তামজিদ হোসেন লিপু ও স্টাফ রিপোর্টার মোতালেব হোসেন নিখিলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি