সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যুবদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০২২

বি এম মহিউদ্দিন মন্টিঃ

কুমিল্লা মহানগর যুবদরের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর বিরুদ্ধে যড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা নিজেই।

বুধবার (২ মার্চ) বিকেলে কুমিল্লা নিউমার্কেটের ৪র্থ তলায় তার নিজ কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরীতার্থ করতেই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে আমাকে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের একজন কর্মী হিসাবেই নিজেকে সর্বদা একনিষ্ঠ রেখে চলছি। আমি যোগ্য হয়ে ওঠায় আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা তারেক রহমানসহ দল ও দলের কেন্দ্রীয় নেতারা কুমিল্লা মহানগর যুবদলের দায়িত্ব অর্পন করেন। আমি দায়িত্ব পালনে সততার সাথে সচেষ্ট আছি।রাজনীতিতে মতের পার্থক্য থাকতেই পারে। শুধুমাত্র এ জন্যই রাজনৈতিক প্রতিহিংসায় কোন আক্রান্ত ব্যক্তির স্বেচ্ছাচারিতার কারনে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনায় অহেতুক মিথ্যা মামলায় আমাকে জড়ানোর কারণ ও যুক্তি কোনটাই খুঁজে না পেয়ে আমার নির্দোষ অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

তিনি আরো বলেন জনাব মোঃ শওকত আলী বকুল কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ডের উত্তর চর্থা নবাববাড়ি চৌমুহনী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি হামলার শিকার হয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি কেন, কিভাবে, কি কারনে এই হামলার শিকার হলেন, অথবা করার করেছেন তা কিছুই আমার জানা নেই, থাকারও কথা নয়।এসব পুলিশি তদন্তে বেড়িয়ে আসবে। তিনি রাজনৈতিকভাবে ভিন্ন পক্ষের মতাবলম্বী কর্মি। এলাকাবাসী হিসেবে ব্যক্তিগত ভাবে আমার সাথে উনার প্রতিবেশি সম্পর্ক সর্বদাই ভালো। পূর্বের একটি মামলায়ও আমাকে মিথ্যা ও অন্যায়ভাবে তিনি জড়িয়েছেন। পরে তিনি নিজেই ওই মামলার বিবাদীদের জামিন দিতে আদালতে সম্মতি জানিয়ে(অনাপত্তি) প্রকাশ করেছেন। আর এখন তিনিই বলছেন আমি ওই মামলা তুলে নিতে প্ররোচনা দিচ্ছি। গত ২৭ ফেব্রুয়ারী রাতের হামলার ঘটনার

অভিযোগের (এজহারের) কোথাও আমার সম্পৃক্ততা বর্ণনা করেননি।কোথাও উল্লেখও নেই। পূর্বের ওই মামলার কথা বলতে গিয়ে অভিযোগ (এজহারে) আমাকে দোষারোপ করেছেন।যা নিতান্তই অহেতুক শক্রুতা ও রাজনৈতিক পক্ষগত ভিন্নতার প্রতিহিংসা বলেই প্রতীয়মান। তাছাড়া উপরোক্ত বিবাদীদ্বয়ের সাথে বর্তমানে কোনো ভাবেই আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই।তাই আমি এই মিথ্যা মামলায় আমাকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বি এন পি, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দসহ আরো অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি