সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলা পুলিশে সংযোজিত হল অত্যাধুনিক টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০২২

বি এম মহিউদ্দিন মন্টিঃ

থাকলে পুলিশের হ্যান্ডস ফ্রি,মিলবে সেবা তাড়াতাড়ি এমন শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা টাউন হল মাঠে উদ্ধোধন করা হয় টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)। বাংলাদেশ পুলিশের কার্যক্রম ডিজিটাইজড করার পাশাপাশি আধুনিক ও উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশে সংযোগ হয়েছে সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা।তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুশিসের সদস্যরা পেল টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা।এতে কুমিল্লা জেলা পুলিশের কর্মদক্ষতা,কর্মস্পৃহা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন পুলিশের কর্মকর্তা বৃন্দ।

আধুনিক টেকটিক্যাল বেল্ট সংযোজনের কারণে দায়িত্বরত পুশিশের সদস্যদের হাত খালি থাকবে। এতে বিপদগ্রস্থ মানুষকে সাহায্যের পাশাপাশি অপরাধ দমনে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।বডি ওর্ন ক্যামেরার সাথে বিল্ট ইন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থাকায় ঐ পুলিশ সদস্যের অবস্থান পুলিশ কন্ট্রোল রু থেকে সহজেই সনাক্ত করা যাবে। এই ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে।তাৎক্ষণিক কোন ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরায় সব কিছুই রেকর্ড থাকবে। যার ফলশ্রুতিতে পুলিশের চেকপোস্ট ও টহল পার্টির বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃত ঘটনা সহজেই জানা যাবে।বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মাধ্যমে পুলিশ সদস্যদের ডিউটিরত অবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি