শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন, ৩৩ পদাতিক রানারআপ


সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন, ৩৩ পদাতিক রানারআপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০২২

নাছরিন আক্তার হীরা ও সালাহ উদ্দিন সোহেল:
বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা -২০২২ তে ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে।

এ প্রতিযোগিতার সমাপনী ও পুরুষ্কার বিতরণী আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৪ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশনকে হারিয়ে ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন।

প্রতিযোগিতায় শেষ্ঠ মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন সার্জেন্ট মোঃ আবদুর রহিম এবং নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন এনসি (ই) মো: আজিম মাহমুদ ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, অভীষ্ট লক্ষ্যের প্রতি একাগ্রতা অর্জনসহ খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে। তাই মুষ্টিযোদ্ধা সেনা সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি