আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার একটি সেনা বাসে হামলায় ১৩ জন নিহত হয়েছে। সোমবার রাক্কা প্রদেশের জাবাল আল-বিশরি অঞ্চলে এই ঘটনা ঘটে ।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি বেসামরিক ট্রানজিট বাসে সন্ত্রাসী হামলায় ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে তিন সেনাসদস্য আহত হয়েছেন। তবে এটা বন্দুক হামলা, বোমা হামলা, নাকি ক্ষেপণাস্ত্র হামলা বিবৃতিতে সেটা উল্লেখ করা হয়নি।
যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) স্লিপার সেল এই হামলা চালিয়েছে। হামলার পর তারা দেশটির মরুভূমি অঞ্চলে পালিয়ে যায়। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি কেউ।