বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।
এ সময় মহাসড়কের উভয় লেনের যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকাল ৪টার দিকে মহাসড়কের বাড়বকুণ্ড পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।’

তবে পুলিশ পরে বিএনপি নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় বলে জানান তিনি।

তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানতে চাইলে বিএনপির জেলা যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা উপজেলার পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে আমরা বাড়বকুণ্ডে মহাসড়কে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি