মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার ইপিজেড এলাকা থেকে অবৈধ কাগজপত্র তৈরী চক্রের মূল হোতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ইপিজেড এলাকা থেকে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলামকে (৩৪) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২২ সেপ্টেম্বর বিকালে সদর দক্ষিণ উপজেলার ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কী-বোর্ড, ১টি মাউস, বিভিন্ন ভূয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার দেবিদ্বারের ছোটনা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্টুডিওর মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরীর নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। এছাড়াও এসব ভুয়া সনদ তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অংকের অবৈধ অর্থ গ্রহণ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি