শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » নারী কেলেঙ্কারি-অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ, প্রধান শিক্ষক চূড়ান্ত বরখাস্ত


নারী কেলেঙ্কারি-অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ, প্রধান শিক্ষক চূড়ান্ত বরখাস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদকে বরখাস্ত করা হয়েছে। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান খান বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আসাদ পাইস্কা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, একাধিক নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। এছাড়া স্কুল কমিটির সভাপতির স্বাক্ষর জাল, নোটিশ ও রেজুলেশন ছাড়াই অর্থের অনুমোদন দেখানো, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদ্যালয়ের সম্পত্তি বেআইনিভাবে বিক্রিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের। এ সকল বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিসহ একাধিক ব্যক্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে বরখাস্ত করে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আসাদকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও পাইস্কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ বজলুর ২০১৩ সালের ৭ অক্টোবর প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। নিয়োগের পর থেকেই স্কুলছাত্রী ও কয়েকজন নারী অবিভাবককে বিভিন্নভাবে যৌন হয়রানি করতে থাকেন। এলাকাবাসী তার বিচার চেয়ে উপজেলা প্রশাসন বরাবর একাধিকবার মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেন। এক পর্যায়ে ২০২০ সালের ১২ অক্টোবর বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাকে সাময়িক বরখাস্ত করে। যৌন হয়রানিসহ নানা অভিযোগের তার বিরুদ্ধে মামলা হয়। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ওই প্রধান শিক্ষকের চূড়ান্ত বরখাস্তর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড বরাবর আবেদন করেন। পরে তাকে চূড়ান্ত বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আসাদুজ্জামান আসাদকে মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন বলেন, গত ২৫ সেপ্টেম্বর ঢাকা বোর্ডের সচিব আধ্যাপক আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে ওই প্রধান শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিষ্টি বিতরণ করে উল্লাস করেন।

এ ব্যাপারে পাইস্কা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম বাবুল বলেন, বরখাস্তকৃত ওই প্রধান শিক্ষক দায়িত্ব পালনকালীন সময়ে বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি