সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রিজার্ভ জমিয়ে রাখলে হবে না, কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালি। অনেকেই চেয়েছিল দেশ শ্রীলংকা হবে, তাদের মুখে ছাই পরেছে। সেটা হয়নি, ইনশাআল্লাহ হবেও না। কিন্তু আমাদের কাজ করতে হবে। ‌বাংলাদেশকে আন্তর্জাতিকভাবেও এখন আর কেউ অবহেলার চোখে দেখে না।

শুক্রবার যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, আমরা ২০০৯ সালে যখন সরকার গঠন করি। এই ১৪ বছরে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। এই ‌বাংলাদেশকে এখন আর আন্তর্জাতিকভাবেও কেউ অবহেলার চোখে দেখে না।

শেখ হাসিনা বলেন, আজকে রিজার্ভ নিয়ে কথা বলে, ৯৬ সালে আমি যখন ক্ষমতা গ্রহণ করলাম। ঠিক তার আগে বিএনপি ক্ষমতায় ছিল। রিজার্ভ ছিল ২.৬ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে আমরা করোনাকালিন সময়ে ৪৮ বিলিয়ন পর্যন্ত উঠিয়েছি। আজকে আমাদের কাজে লাগছে কারণ আমরা করোনার টিকা দিয়েছি। আমাদের বাইরে থেকে সমস্ত খাবার, তেল আনতে হচ্ছে। তার উপর দুইটা বছর আমাদের কোনো ক্যাপিটালমেশিনাইজ আসেনি। দুই বছর পর যখন সারা বিশ্ব উন্মুক্ত হয়েছে তখন ক্যাপিটালমেশিনাইজ আসছে। আমাদের রিজার্ভতো ব্যবহার করতেই হবে। তার মধ্যে ৮ বিলিয়ন আমরা আলাদা ভাবে বিভিন্ন খাতে বিনিয়োগ করছি। কারণ শুধু রিজার্ভ জমিয়ে রাখলেতো হবে না। সেটাকে আমাদের কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বিমান আমরা আমাদের নিজেদের টাকায় কিনেছি। সেটা আমরা বিমানকে লোন দিয়েছি। বিমান কিন্তু আমাদের ২% সুদে সেই টাকা ফেরত দিচ্ছে। পায়রা নদীর ড্রেজিং আমরা নিজস্ব অর্থায়নে করছি। নইলে এই টাকা বিদেশি ব্যাংক থেকে নিতে হতো। সেখানে আমাদের সুদসহ সেই ডলার ফেরত দিতে হতো। আজকে আমরা নিজেদের রিজার্ভ থেকে ব্যবহার করছি। তার ফলে আমাদের টাকা, ঘরের টাকা ঘরে থাকছে। সুদের টাকাটাও আমাদের ঘরে থাকছে। সেটাও আর বাইরে অপচয় হচ্ছে না। এই ভাবে আমাদের টাকা আমাদের দেশের জনগণের কল্যাণে ব্যবহার করছি। অর্থনীতিকে গতিশীল করা এটাই আমাদের লক্ষ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি