সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করলো কুবি প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২২

আতিকুর রহমান তনয়, কুবি প্রতিনিধি:

বাংলাদেশের বেসরকারি ব্যাংক ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে দেড়টায় উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি সাক্ষরিত হয়।

নতুন চুক্তি মোতাবেক, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের জন্য বিশ্ববিদ্যালয়কে ব্যাংক কর্তৃপক্ষ ২,৫০০ টাকা করে ভাড়া দিত যা নতুন চুক্তিতে বৃদ্ধি করে ১০,০০০ টাকা করা হয়েছে । এটি আগামী দশ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি তিনবছর পর পর ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন, ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং সহকারী চ্যানেল অফিসার সঞ্জিত হালদার।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, পূর্বের ধারাবাহিকতায় আমরা ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করেছি।

চুক্তিপত্র হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এখানে অন্যন্য ব্যাংক বিভিন্নভাবে অর্থায়ন করতে চাচ্ছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে ডাচ-বাংলা ব্যাংকের সম্পর্ক দীর্ঘদিনের। তাই আমি চাই ডাচ-বাংলা ব্যাংক আমার শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে মিনিমাম ১০০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করবে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি উপশাখা স্থাপন করে দিবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি