শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গোল্ডেন বলের দৌড়ে মেসি ও এমবাপ্পে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২২

স্পোর্টস ডেস্ক:

এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও অ্যান্তোনি গ্রিজম্যান। এদের মধ্যে প্রথম দুজন ৫ গোল করে এগিয়ে রয়েছেন। গোল্ডেন বল পাওয়ার দৌড়ে কারা আছেন সেটি জানতে ভক্তদের আগ্রহ রয়েছে।

কাতার বিশ্বকাপে এ পর্যন্ত ৫ গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে সমান অবস্থানে আছেন মেসি ও এমবাপ্পে। গোল্ডেন বল পাওয়ার দৌড়েও কারও চেয়ে কেউ কম নয়। দুজনই ভালো খেলছেন এবার। সেই সঙ্গে আছে অ্যান্তোনি গ্রিজম্যানের নামও।

মূলত ফাইনালে সবচেয়ে ভালো ‍যিনি খেলেন তাকে দেওয়া হয় সোনার বল। ইতিহাস ঘাটলে দেখা যায় এর আগে ছয়টি বিশ্বকাপে রানার্সআপ দলের খেলোয়াড় পেয়েছেন গোল্ডেন বল। চলুন জেনে নিই গত ছয় বিশ্বকাপে কে কোন বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন—

ক্স ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ: রোনালদো
ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলে হেরেও ১৯৯৮-এর বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন ব্রাজিলের রোনালদো। সেবার সাত ম্যাচে আটটি গোল করেছিলেন রোনালদো।

ক্স ২০০২ দক্ষিণ আফ্রিকা-জাপান বিশ্বকাপ: অলিভার খান
ব্রাজিলের সঙ্গে খেলে রানার্সআপ হয়েও ২০০২ বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন জার্মানির গোলকিপার অলিভার খান। এটি নিয়ে বেশ বিতর্ক রয়েছে।

ক্স ২০০৬ জার্মান বিশ্বকাপ: জিনেদিন জিদান
ইতালির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হারে ফ্রান্স। রানার্সআপ দলের হয়েও ২০০৬ বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন ফ্রান্সের ফুটবলার জিনেদিন জিদান।

ক্স ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ: দিয়েগো ফরলান
এ বছর চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল থেকে কেউ গোল্ডেন বল জেতেননি। চতুর্থ স্থান অধিকারী উরুগুয়ের দিয়েগো ফরলান সবচেয়ে ভালো খেলোয়াড়ের খেতাব পান ২০১০ বিশ্বকাপে।

ক্স২০১৪ ব্রাজিল বিশ্বকাপ: লিওনেল মেসি
তৃতীয়বারের মতো ২০১৪ সালে বিশ্বকাপ খেলেছেন মেসি। তবে জার্মানির সঙ্গে ফাইনালে হারে আর্জেন্টিনা। কাপ নেওয়ার দ্বারপ্রান্তে থেকেও সেবার কাপ নিতে পারেনি ফুটবলের এই জাদুকর। তবে টুর্নামেন্টের সবচেয়ে ভালো ফুটবলার হিসেবে গোল্ডেন বল জেতেন তিনি।

ক্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপ: লুকা মদরিচ
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে লড়ে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। বিজয়ী হয়ে কাপ নেয় ফ্রান্স। তবে গোল্ডেন বল পায় ক্রোয়েশিয়ার লুকা মদরিচ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি