মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একত্রিত হয়েছে ২০-দলীয় জোটের ১১ শরিক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০-দলীয় জোট- এ দুটি রাজনৈতিক মোর্চারই মূল শরিক দল বিএনপি। ইতিপূর্বে জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকটি শরিক দলসহ ৭টি রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতন্ত্র মঞ্চ নামে নতুন একটি জোট গঠন করেছিল। সেই একই পথে হাঁটতে যাচ্ছে ২০-দলীয় জোটও। বিএনপি এককভাবে চলার সিদ্ধান্ত নেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। সর্বশেষ, ২০-দলীয় জোটের ১১ শরিক একত্রিত হয়েছে। এ দলগুলো আজ বৃৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন জোটের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

তবে পৃথক জোট হলেও গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দশ দফা আন্দোলনে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে সমমনা দল ও জোট। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমাদের সময়কে, আমরা যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। কে কোন জোটে থাকল, সেটা ব্যাপার নয়; দেশের প্রয়োজনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে কোন রাজনৈতিক দলের কী ভূমিকা- সেটাই এখন গুরুত্বপূর্ণ। আশা করি, এ আন্দোলনে বিজয় না আশা পর্যন্ত দেশের সব গণতন্ত্রমনা রাজনৈতিক দল ও মানুষ রাজপথে থাকবে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোটের সমন্বয়ে চার-দলীয় ঐক্য জোট গঠন হয়। এর পর নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে ২০-দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটে, শুরু হয় পথচলা।

২০-দলীয় জোটকে নিষ্ক্রিয় রেখে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের ‘পরিবেশ ও ফলাফল’ বিষয়ে বিস্তর অভিযোগ করে বিএনপি ও তার জোটের শরিক দলগুলো। এ নির্বাচনের পর ২০-দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টকে ছাড়াই পথচলা শুরু করে বিএনপি। এ অবস্থায় উভয় জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

বিএনপি নেতারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. কামাল হোসেনকে সঙ্গে করে দলের নীতিনির্ধারকরা পথ চলতে অনাগ্রহ দেখায়। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগের বিষয়ে দলের ভেতরে-বাইরে নানা চাপও ছিল। এসব কারণেই বিএনপি একা পথচলার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি যুগপৎ আন্দোলন করার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে জোর পদক্ষেপ গ্রহণ করে। ক্ষেত্র প্রস্তুত করতে ডান, বাম ও মধ্যপন্থিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকও করেন বিএনপি নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০-দলীয় জোটের সর্বশেষ অবস্থান বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের সময়কে বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট- এরই মধ্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দশ দফা ঘোষণা করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২৪ ডিসেম্বর ঢাকার বাইরে এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল হবে। এ যুগপৎ কর্মসূচিতে প্রতিটি দল নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করবে। যুগপৎ আন্দোলনের কথা তো অনেক আগেই বলেছি। সবার সঙ্গে কথাও বলেছি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা থাকবে, সবাইকে আমরা স্বাগত জানাই।’

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠকে ২০-দলীয় জোট নিয়ে নানা কথা হয়েছে। জোট প্রকাশ্যে ভেঙে দেওয়া বা না দেওয়া নিয়ে সেখানে বিস্তর আলোচনা হয়। শেষে সিদ্ধান্ত হয়, আনুষ্ঠানিকভাবে ২০-দলীয় জোট ভাঙা হবে না। তবে ২০-দলীয় জোট নিয়ে বিএনপি আর সামনে এগোতে চায় না, এ বার্তাও শরিকদের জানিয়ে দেওয়া হবে। এ বৈঠকের পর ২০-দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শরিক নেতাদের সঙ্গে কথা বলেন। সেখানে বিএনপির মনোভাব তুলে ধরা হয়। তবে সব দল যেন নিজ নিজ অবস্থান থেকে যুগপৎ আন্দোলনে অংশ নেয়, দলের এ প্রত্যাশার কথাও জানানো হয়। এ বৈঠকের পরই ২০-দলীয় জোটের শরিক ১১টি দল বৈঠক করে নতুন জোট গড়ার সিদ্ধান্ত নেয়। এ জোটের সঙ্গে সম্পৃক্ত এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম আমাদের সময়কে বলেন, আমরা বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ করব। এ জোট আগামীতে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করবে।

বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, আসলে ২০-দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ পদে জাতীয় নেতারা থাকলেও তাদের জনপ্রিয়তা খুবই কম। যুগপৎ আন্দোলন হলে এককভাবে তারা রাজপথে কোনো কর্মসূচি করতে পারবে না। সেই বিচার বিবেচনা থেকেই ছোট ছোট দলগুলো নিজেদের শক্তি বাড়াতে এ জোট গঠন করছে। আন্দোলনে বিজয় হলে দেখা যাবে আবার সবাই এক মঞ্চে। কারণ এরই মধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে, জনগণের ভোটে বিজয়ী হলে আন্দোলনরত দলগুলোকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। সে ক্ষেত্রে সামনে একটি একক প্ল্যাটফর্ম সবার জন্য অপেক্ষা করছে।

যারা থাকছে ১১-দলীয় জোটে

মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টি, ফরিদুজ্জামান ফরহাদের এনপিপি, সৈয়দ এহসানুল হুদার বাংলাদেশ জাতীয় দল, খন্দকার লুৎফুর রহমানের জাগপা, শাহাদাত হোসেন সেলিমের এলডিপি, মাওলানা আবদুর রকিবের ইসলামী ঐক্য জোট, মোহাম্মদ আবু তাহেরের এনডিপি, আজহারুল ইসলামের ন্যাপ-ভাসানী, শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর মুসলিম লীগ, মহিউদ্দিন একরামের জমিয়াতে ওলামা ইসলাম এবং সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বাধীন সাম্যবাদী দল।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, যুগপৎ আন্দোলনে আমাদের সবার অবদান থাকবে। কিন্তু সেটাকে আরও সুসঙ্গতভাবে করার জন্য একতাবদ্ধ হতে চাচ্ছি। মৌলিক লক্ষ্য হচ্ছে যুগপৎ আন্দোলন, সরকার পতনের আন্দোলন।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ২০-দলীয় জোটভুক্ত ১১টি সমমনা দল যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি, এ সরকারের পতনে যুগপৎ আন্দোলন করব। ৩০ ডিসেম্বর ১১-দলীয় জোট বিজয়নগর থেকে গণমিছিল বের করবে।

৬টি দল নিয়ে আরও একটি জোটের উদ্যোগ

এই ১১টি দল ছাড়া ২০-দলীয় জোটের আরও ৬টি দল আরেকটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে। দলগুলো হলো- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাপ ভাসানী, ডেমোক্র্যাটিক লীগ, পিপলস লীগ ও বাংলাদেশ ন্যাপ। এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনে রাজপথে থাকব। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করা হবে।’

২০-দলীয় জোটের অবশিষ্ট তিনটি দল যথাক্রমে বিএনপি, জামায়াতে ইসলামী ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এককভাবে কর্মসূচি করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি