শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফিলিস্তিনি ফুটবলারকে হত্যা ইসরায়েল বাহিনীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২২

স্পোর্টস ডেস্ক:

পশ্চিম তীরে এক ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। নিহত ফুটবলারের নাম আহমেদ দারাঘমেহ। বৃহস্পতিবার সকালে এক অভিযানে তাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় সশস্ত্র ফিলিস্তিনিদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এ সময় গুলি লেগে প্রথমে গুরুতর আহত ও পরে মারা যান আহমেদ দারাগমেহ। ওই ঘটনায় আহমেদ ছাড়া আরও অন্তত ৫ জন আহত হন।
আহমেদ দারাঘমেহ তুবাস শহরের বাসিন্দা। ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লীগের তাকাভি তুলকারেম ক্লাবের হয়ে ফুটবল খেলতেন তিনি। জনপ্রিয় আরব ফুটবল ওয়েবসাইট কুরাতে তাকে চলতি মৌসুমে দলটির শীর্ষ গোলদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি