রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বায়ার্নের বিপক্ষে মেসিকে নিয়েও শঙ্কায় পিএসজি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০২৩

স্পোর্টস ডেস্ক:

ইনজুরির কারণে মাঠের বাইরে কিলিয়ান এমবাপ্পে। পিএসজি জানিয়েছে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডকে পাবে না তারা। এবার পিএসজি ভক্তদের আরও বড় দুঃসংবাদ দিচ্ছে ফরাসি গণমাধ্যম লেকিপ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বায়ার্নের বিপক্ষে অনিশ্চিত লিওনেল মেসিও।

বুধবার রাতে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোয় অলিম্পিক মার্শেইয়ের কাছে হারে পিএসজি। হতাশার সেই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। আগামীকাল ফরাসি লিগ ওয়ানে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। লেকিপের বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, মোনাকোর বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না মেসি। বায়ার্ন মিউনিখের বিপক্ষেও অনিশ্চিত আর্জেন্টাইন সুপারস্টার।

আগামী ১৪ই ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এমবাপ্পের পর মেসিকেও না পেলে বড় বিপদে পড়বে পিএসজি। সেক্ষেত্রে লা প্যারিসিয়ানদের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন নেইমার।
ব্রাজিলিয়ান তারকা চোট কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছেন।

বায়ার্ন মিউনিখের হর্তাকর্তারা হয়তো মেসির চোটকে গুজব দাবি করতে পারে। কেননা এমবাপ্পের চোট নিয়ে ইতোমধ্যেই সন্দেহ পোষণ করেছেন বাভারিয়ান কোচ হুলিয়ান নাগেলসম্যান। তিনি বলেছেন, ‘আমি জানি না, এমবাপ্পের কী হয়েছে। তবে আমি আশা করছি, সে খেলবে। তারা তাদের ওয়েবসাইটে খুব অস্পষ্টভাবে লিখেছেÑ তিন সপ্তাহের জন্য ছিটকে গেছে সে। যদি তার চোট জটিল না হয়, তবে আমার মনে হয় না সে ম্যাচ মিস করবে। এমবাপ্পে খেলছে এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নেবো। যদি চোট গুরুতর না হয়, তবে সে মাঠে থাকবে। ইনজুরির কারণে সে খেলবে না, এমনটা এখনই বলা যায় না।’ এবার মেসির চোটের খবরেও হয়তো একইভাবে প্রস্তুতি নেয়ার চিন্তা করছে বাভারিয়ানরা।

নাগেলসম্যানের সন্দেহ পোষণও অমূলক ছিল না। চ্যাম্পিয়নস লীগে সবশেষ ২০১৭ সালে বায়ার্নকে হারানো পিএসজির এবার জয়ের জন্য সর্বোচ্চ কৌশলই অবলম্বন করতে চাইবে। ২০১৭ সালের পর ২০২০ ও ২০২১ সালে চ্যাম্পিয়নস লীগে তিনবার দেখা হয়েছে পিএসজি ও বায়ার্ন মিউনিখের। কোনোবারই সাফল্য পায়নি লা প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়নস লীগে মোট ৫ বার পিএসজি ও বায়ার্নের দেখা হয়েছে। এতে ৩ বারই জয় পায় বাভারিয়ানরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি