রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বহিরাগত এক যুবককে অচেতন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে আটকে রেখে নির্যাতন ও ৪৫ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক অসিত পালকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারী) বিকেলে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অসিত পালকে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তিতে অসিত পাল ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উল্লেখ ছিল।

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের নেতাকর্মীদের সতর্ক করছি। অসিত পালের ঘটনা এর মধ্যে একটি। অপরাধী যেই হোক না কেনো, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে তাকে শাস্তি পেতে হবে।’

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর খিলগাঁও থেকে সদরঘাট যাওয়ার পথে চলন্ত বাসে নেশাজাতীয় দ্রব্য প্রয়োগের মাধ্যমে অপহরণের শিকার হন লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা ওয়ালিউল্লাহ। পরে তাকে শহীদ সালাম বরকত হলে আটকে রেখে ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অসিত পাল বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি