রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভ্যান ছিনিয়ে নিতে শিশুকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজবাড়ীর পাংশায় বাবার ভ্যানগাড়ি নিয়ে নিখোঁজ মো. আকাশ মোল্লার (১১) লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাইদুল বিশ্বাস (২০) নামের এক আসামি। ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতে ওই শিশুকে হত্যা করেন বলে তিনি স্বীকারোক্তি দেন।

গতকাল মঙ্গলবার বিকেল রাজবাড়ীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে এই জবানবন্দি দেন তিনি। আসামি সাইদুল বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা। আজ বুধবার পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুর বাবার দায়ের করা মামলার আসামি হিসেবে গতকাল দুপুরে সাইদুলকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। বিকেলে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে তোলার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে রাত আটটার দিকে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

নিহত আকাশ উপজেলার সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম নাসির উদ্দিন মোল্লা। তিনি পাংশার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। নাসিরের পৈতৃক নিবাস একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে।

গত শনিবার বাবার ভ্যান নিয়ে বের হয়ে আকাশ নিখোঁজ হন। দুই দিন পর গত সোমবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ এলাকার ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিন সকালে আসামি সাইদুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় সেদিন সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা করেন আকাশের বাবা নাসির উদ্দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি