শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে মহাকাশযান উৎক্ষেপণ করবে রাশিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমস জানিয়েছে, সয়ুজ এমএস-২৩ নামে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হতে পারে।

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে তিন নভোচারীকে ফিরিয়ে আনতে আগামী ২৪ ফেব্রুয়ারি ওই মহাকাশযান যাত্রা করতে পারে বলে জানিয়েছে রাশিয়া।

একটি ছোট উল্কার আঘাতে তাদের বহনকারী মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের আনতে এ মহাকাশযান পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি