শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে আটক ২ মাদক কারবারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

অ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনের সময় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ৭। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুইজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ির আবুল কাশেমের ছেলে নাঈম (১৯), হাটহাজারীর নছাদ আলীর ছেলে হোসেন আলী (২৬)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মো. নুরুল আবছার বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী একটি অ্যাম্বুলেন্স যোগে গাঁজা ফেনী জেলার ছাগলনাইয়া হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট- খাগড়াছড়ি মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি অ্যাম্বুলেন্সের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা অ্যাম্বুলেন্সটিকে থামানোর সংকেত দিলে অ্যাম্বুলেন্সটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি