শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্ব কাবাডিতে অংশ নিতে ইরান যাচ্ছে বাংলাদেশ দল


বিশ্ব কাবাডিতে অংশ নিতে ইরান যাচ্ছে বাংলাদেশ দল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০২৩

স্পোর্টস ডেস্কঃ

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ইরানের উর্মি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দল সেখানে অংশ নিতে আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা ছাড়বে।

গতবার প্রথম আসর থেকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার আরও ভালো পারফরম্যান্স করার দিকে দৃষ্টি দিয়েছে লাল-সবুজ দলের সেনানীরা।

ইরানের এই আসরে ভারত-পাকিস্তান ছাড়াও ১৬টি দেশ চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। তবে এখনও খেলার গ্রুপিং কিংবা ফিকশ্চার হয়নি। সেখানে গিয়েই সবকিছু চূড়ান্ত হবে বলে জানা গেছে।

ঢাকা ছাড়ার আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ভারতীয় হেড কোচ শ্রীনিবাশ রেড্ডি আশাবাদী কথা শুনিয়েছেন, ‘দলটা তরুণ, খেলোয়াড়দের শেখার আগ্রহ প্রবল। এটা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে। সিনিয়রদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি। ম্যাচগুলোতে সমানতালে লড়াই করেছে যুবকরা। এটা ইতিবাচক দিক। আমি খেলোয়াড়দের বলেছি, পদকের কথা ভুলে যাও, প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। তোমরা এখানে যেটা শিখেছ, ম্যাটে সেটা দাও। তা করতে পারলে ইতিবাচক ফল আসবে।’

আগের চেয়ে এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, তা অকপটে বলে দিলেন এক মাস হলো বাংলাদেশের দায়িত্ব নেওয়া ভারতীয় কোচ, ‘চায়নিজ তাইপে, ইরাক, ইরান, থাইল্যান্ড অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে। আগের আসরের চেয়ে এবার বেশি কম্পিটিশন হবে। তারপরও আমার আশাবাদী হওয়ার কারণ, ছেলেরা জানে এ প্রতিযোগিতায় ভালো করতে পারলে আগামী দিনে জাতীয় দলে খেলার সুযোগ আসবে; বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ আসবে। এটা তাদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করছে।’

নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে শ্রীনিবাস ইতিবাচক কথাই বললেন, ‘কোচিং ক্যারিয়ারে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতে কোচ হিসেবে কাজ করে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। এ সময় ছেলেরা বডি ল্যাংগুয়েজ, অ্যাপ্রোচ, ডিসিপ্লিন ও ডেডিকেশনের দিক দিয়ে দারুণ উন্নতি করেছে। আমাদের লক্ষ্য ভালো নৈপুণ্য প্রদর্শন করা, উন্নতি করা। আগের আসরের তুলনায় আমরা ভালো করতে চাই। দলের অধিকাংশ খেলোয়াড় অলরাউন্ডার, তারা রেইড দিতে পারে রক্ষণেও খেলতে সমর্থ। কোচ হিসেবে এটা আমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে।’

কাবাডি ফেডারেশনের মাঠে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছাড়াও অন্য কর্মকর্তা ও খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি