রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুদ্ধ বন্ধ করতে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ঘনিষ্ঠ ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি প্রস্তাব দেয় চীন। এরপরেই শির রাশিয়া সফরের তথ্য সামনে এলো। রুশ সংবাদসংস্থা তাস গত ৩০ ফেব্রুয়ারি জানিয়েছে, শি’কে স্প্রিংয়ে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।

এ ছাড়া গত মাসে ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল অথবা মের শুরুর দিকে চীন থেকে শীর্ষ পর্যায়ের নেতারা মস্কো সফরে আসতে পারেন।তবে শি আদৌ রাশিয়া সফর করছেন কি না-তা নিয়ে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ক্রেমলিনও এ বিষয়ে মুখ খুলেনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৮৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেলেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই।

যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অনেক দেশের শীর্ষ নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, টেলিফোনালাপ হয়েছে, পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধির মধ্যেও আলোচনা হয়। তবে যুদ্ধ বন্ধে কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি।

এরপরেই সম্পতি যুদ্ধ বন্ধে কয়েক দফায় শান্তির প্রস্তাব দেয় চীন। তবে এসব প্রস্তাবে রাশিয়া খুশি হলেও বেজায় নারাজ ছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে এখন সময়ের অপেক্ষা শি যদি রাশিয়া সফরে শিগগিরই যাচ্ছেন তাহলে দীর্ঘদিন ধরে চলা সংঘাত অবসানে কতটা ভূমিকা রাখতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি