শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত


শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২৩


স্পোর্টস ডেস্ক:

পঞ্চম দিন অলৌকিক কিছু না ঘটলে ড্র হবে সেটা আগেই বোঝা গিয়েছিল। দিন শেষে হলো না তেমন কিছু, ফলে আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট নিষ্প্রাণ ড্রয়ে শেষ হলো। যদিও দিনের শুরুতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুখবর পেয়ে যায় ভারত। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ বলে শ্রীলংকা হারলে ফাইনালে ওঠে ভারত। অস্ট্রেলিয়া আগেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছিল।

সিরিজ অবশ্য ভারতই জিতেছে, ব্যবধানটা ২-১। যেখানে ভারতের একমাত্র ইনিংসে ১৮৬ রান করা বিরাট কোহলি ম্যাচ সেরা হয়েছেন। আর ৪ টেস্টে ২৫ উইকেট পাওয়া রবীচন্দ্রন অশ্বিন সিরিজ সেরা।

অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৫ রানে ইনিংস ঘোষণা করে। যেখানে ২৬৬ রানের লিড নিয়ে ভারতকে ব্যাটিংয়ের জন্য প্রায় ১৫–১৬ ওভারের মতো সময় দেয়। তবে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ দ্বিতীয় ইনিংস ঘোষণার পরই ড্র মেনে নেয় দুই দল। হাত মেলান দুই দলের অধিনায়ক।

মার্নাস লাবুশানে ২১৩ বলে ৭টি চারে ম্যারাথন ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্মিথ ১০ রানে মাঠ ছাড়েন। এর আগে সেঞ্চুরি বঞ্চিত ট্রাভিড হেড অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। তিনি ১৬৩ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৯০ রান করেন। আগের ইনিংস চোট পাওয়া উসমান খাজা ব্যাটিংয়েই নামেননি। তার পরিবর্তে ওপেন করতে নামা নাইটওয়াচম্যাচ ম্যাথিউও কুনাম্যান ব্যক্তিগত ৬ রানে অশ্বিনের শিকার হন।
এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ৪৮০ রানে অলআউট হয়। জবাবে ভারত ৫৭১ রান করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি