রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আসামি না হয়েও অন্যের সাজা খাটছেন চা বিক্রেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

মাত্র তিন হাজার টাকার লোভে আসামি না হয়েও চেক প্রতারণার মামলায় ১৫ দিন ধরে সাজা খাটছেন চা বিক্রেতা মজিবুর রহমান। চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত মূল আসামি নাছির আহমেদ। নাছির সেজে গত ১৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন মুজিবুর রহমান। কারাগারে যাওয়ার পর আঙুলের ছাপ না মেলায় গত ১৬ মার্চ বিষয়টি ধরা পড়লে আদালতের নজরে আনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

আদালত সুত্র জানায়, মূল আসামির নাছির আহমেদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি থাকতেন নগরের বহদ্দারহাট এলাকায়। চান্দগাঁয়ে ফুটপাতে বসে চা বিক্রি করেন মজিবুর। সেখানেই মুজিবের সঙ্গে নাছিরের পরিচয় হয়। চেক প্রতারণা মামলায় নাছিরের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়। সাজা থেকে নিজেকে বাঁচাতে নাছির তার পরিবর্তে মজিবুর রহমানকে জেল খাটানোর জন্য রাজি করান। দুজনের মধ্যে তিন হাজার টাকার চুক্তি হয়। কারাগারে যাওয়ার দুই একদিনের মধ্যে তাকে (মুজিবুর) ছাড়িয়ে আনার কথা জানিয়েছিলেন নাছির।

জানা গেছে, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর মীর আহমেদ নামের এক ব্যক্তি নাছির আহমেদের বিরুদ্ধে ২০ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের মামলা করেন। ২০১৮ সালের ৩০ জুলাই আদালত নাছিরকে ২ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে নাছির এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি আদালত দুই মাসের পরিবর্তে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু জামিনে গিয়ে পলাতক হয়ে যাওয়ায় আদালত আসামি নাছিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, গত ১৩ মার্চ মজিবুর নাছির সেজে তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাছির তথা মজিবুরের পক্ষে আইনজীবী ছিলেন তৌহিদুল ইসলাম। প্রকৃত আসামির পরিবর্তে আরেকজন আসামি আত্মসমর্পণ করার বিষয়টি জানার পর এই আইনজীবী ওকালতনামা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন আজ দুপুরে দেশ রূপান্তরকে বলেন, কারাগারে আসা নাছিরের আঙুলের ছাপ নেওয়ার পর ১৬ মার্চ জানতে পারি মূলত তিনি নাছির নন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মজিবুর রহমান। বাড়ি ঢাকার সাভারে। কারাগারে আসার পর আসামি মজিবুর নিজেকে নাছির হিসেবে পরিচয় দেন। তাই বিষয়টি আদালতকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে টাকার বিনিময়ে একজনের হয়ে আরেকজনের সাজা খাটার ঘটনা নতুন নয়। এর আগে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমা আক্তারের পরিবর্তে ২০১৮ সালের ৯ জুলাই কারাগারে যান মিনু আক্তার। মর্জিনা আক্তার নামের পূর্বপরিচিত এক নারী তাকে টাকা দেওয়ার কথা বলে কারাগারে যেতে বলেন। তিনি কুলসুমাকে চেনেন না। ২০২১ সালের ১৬ জুন তিন বছর পর মুক্তি পান মিনু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি