রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুবির নতুন সিন্ডিকেট সদস্য ঢাবির উপ-উপাচার্য ও চবির অধ্যাপক


কুবির নতুন সিন্ডিকেট সদস্য ঢাবির উপ-উপাচার্য ও চবির অধ্যাপক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

তিনি বলেন, আগামী দুই বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং চবির অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে৷

উনাদেরকে অভিনন্দন এবং উনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের কাম্য।

উল্লেখ্য, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) এবং অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি