শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২৩

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় প্রতিবারের ন্যায় এবারও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সভায় সম্ভাব্য কর্মসূচি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া।

এসময় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১২ এপ্রিল সকাল সাড়ে দশটায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ১৪ এপ্রিল সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতি বছরের ন্যায় কুমিল্লা টাউন হলে বৈশাখি মেলা।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি