শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে ব্রীজ তো নয় যেন মরণ ফাঁদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২৩


মোঃ জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল-বারেশ্বর-লড়িবাগ সড়কের নির্মিত ব্রিজ ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে।এই সড়কের ব্রিজটি উপর কয়েক গ্রামের বাসিন্দা যাতায়াত করেন।

এছাড়া ব্রিজটি দিয়ে স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, প্রতিদিন হাজার হাজার মানুষ ও সিএনজি,রিক্সা, অন্যান্য গাড়ি যাতায়াত করে থাকে।স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ ব্রিজটির রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর দিয়ে কোনোমতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায় যানবাহন মালামাল ঝুঁকি নিয়ে পারা-পাড় হচ্ছে এবং কিছুদিন পিকাআপসহ তিনটি গরু ব্রিজের ফাটল দিয়ে নিচে পড়ে আহত হয়। তিনটি গরু গুরুতর হলে পরে জবাই করা হয়েছে। এই ভাবে প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হচ্ছে পথচারীরা।

তারা আরো জানান,এই সড়কের কাজ কচ্ছপ গতিতে চলছে, যার কারণে যানবাহন চালাচল করতে অনেক কষ্ট হচ্ছে । স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি