শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসিকে পেতে সর্বোচ্চ বেতনই নয় ক্লাবের মালিকানা দিয়ে নিতে চায় ইন্টার মায়ামি


মেসিকে পেতে সর্বোচ্চ বেতনই নয় ক্লাবের মালিকানা দিয়ে নিতে চায় ইন্টার মায়ামি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২৩

স্পোর্টস ডেস্ক:

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বাকি প্রায় ৩ মাস। কিন্তু লিওনেল মেসির দলবদল নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে বিশ্বকাপজয়ী মহাতারকার সামনে অবিশ্বাস্য টাকার বস্তা নিয়ে হাজির সৌদি ক্লাব আল-হিলাল। এদিকে আর্জেন্টাইন খুদে জাদুকরের সাবেক ক্লাব বার্সেলোনাও মেসিকে ফেরানোর ব্যাপারে আশাবাদী।

ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করেননি মেসি। এই খবর ছড়ানোর অনেক আগে থেকেই মেসিকে দলে ভেড়াতে রীতিমতো উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের সকার ক্লাব ইন্টার মিয়ামি। এ জন্য সকার লিগটির সবগুলো দল মিলে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল মায়ামি। এবার মেসিকে পেতে বেতনের সাথে ক্লাবের মালিকানা দিয়ে দিতে চায় ক্লাবটি।

মেসিকে এমন অভিনব প্রস্তাব দেওয়ার তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট।’ দলটির মালিক সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহাম আগামী মৌসুমে মেসিকে দলে টানতে এমন প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন। বেকহাম ইন্টার মিয়ামি ক্লাবের একজন সহযোগী মালিক।

সংবাদমাধ্যমটি আরও বলছে, ২০২৪ সালে কোপা আমেরিকার আগপর্যন্ত ইউরোপেই খেলতে চান মেসি। আরও একবার চ্যাম্পিয়নস লিগ জয়ের সর্বোচ্চ চেষ্টা করতে চান তিনি। মেসি অবশ্য পিএসজি ছাড়বেন কি না, সেটিও এখনও নিশ্চিত নয়। তবে এটা ঠিক যে পিএসজিতে মেসির সময় ভালো যাচ্ছে না।

এর আগে বেতন নিয়ে ঝামেলায় ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। প্যারিসের ক্লাবটিতে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ আসছে জুনে শেষ হবে। এরই মধ্যে বার্সাও মেসিকে শৈশবের ক্লাবে ফেরাতে যোগাযোগ শুরুর কথা জানিয়েছে। তবে মেসিকে বর্তমান বেতনও দিতে সক্ষম নয় কাতালান ক্লাবটি।

ফলে মেসির সামনে এখন একদিকে চড়া মূল্যের পারিশ্রমিকের অফার, অন্যদিকে তার আবেগের ক্লাব বার্সার অনুরোধ। আবার পিএসজিও নাকি মেসির সঙ্গে এক বছরের চুক্তি করতে চায়, মেসি সেটি মানছেন না; তিনি চান দুই বছরের চুক্তি। এসব ম্যারপ্যাচ লাগানো খবরের মধ্যেই সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তির গুঞ্জনও নতুন করে সামনে এসেছে।

বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মেসিকে তাদের দলে আসতে অকল্পনীয় পরিমাণ অর্থ প্রস্তাব করেছে ক্লাবটি। টাকার অঙ্কে সেটি ৪ হাজার কোটির অনেক বেশি। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসরের প্রতিদ্বন্দ্বী এই ক্লাবটি অনেক আগে থেকেই মেসিকে পাওয়ার দৌড়ে ছিল। এখন মেসি দলবদলের মৌসুমে কোথায় পাড়ি জমান, সেটাই এখন দেখার বিষয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি