রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : মির্জা ফখরুল


সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে হামলা করছে ক্ষমতাসীনরা।

রোববার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সরকার নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মানুষ হত্যার নির্দেশ দেয়া হলে, সে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না।

এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ন্যায়সঙ্গত আন্দোলনে বেশিরভাগ থানায় বাধা দেয়া হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচিতে বাধা দিলে পরিস্থিতি জটিল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি