শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চুরির অপবাদ দিয়ে সিগারেটের আগুন লাগিয়ে শিশুকে নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নাটোরে চুরির অপবাদ দিয়ে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় নির্যাতনের প্রতিবাদ করায় দুজনকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, দুই শিশুর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রাইস মিলের মালিক আলমগীর হোসেন। গত বুধবার তাদের মধ্যে এক শিশুকে রাইস মিলের পাশে একটি লেবু বাগানে নিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সিগারেটের আগুনের ছ্যাঁকা দেওয়া হয় এবং মারধর করা হয়। পরে মিলমালিক আলমগীরের হুমকির মুখে ওই শিশুর পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখেন।

ওসি আরও জানান, বিষয়টি জানার পর চুরির অপবাদ দেওয়া আরেক শিশুর বাবা মিলমালিক আলমগীরের সামনে গিয়ে নির্যাতনের প্রতিবাদ করেন। এ ঘটনার জেরে রাত ১০টার দিকে আলমগীরের কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য শিশুর বাবার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপায়। তাকে রক্ষা করতে এলে তার চাচাকেও কুপিয়ে গুরুতর জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দেশীয় অস্ত্র ফেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে। আহতরা এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি