রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এ সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগই অগ্নিসন্ত্রাসের হোতা। আওয়ামী লীগ ৭২-৭৫ সালেও তিন বছর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। তারা সেসময় একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারাই অগ্নিসন্ত্রাসের হোতা। বাংলাদেশকে তারা আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান।’

শনিবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত দোয়া, ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফ সভাপতি তারেক রহমান। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, এ সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় একের পর অগ্নিকাণ্ড ঘটছে। অথচ সরকার তা সঠিকভাবে তদন্ত না করে সব জায়গায় ষড়যন্ত্র দেখে বেড়াচ্ছে।

পেশাজীবী নেতাদের উদ্দেশে ফখরুল বলেন, আজকে সব দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বিএনপি ঘোষিত ১০ দফার মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করাতে হবে। কেননা তারা প্রায় রাষ্ট্রকে ভেঙে ফেলেছেন। সেজন্য তারেক রহমান ২৭ দফা ঘোষণা করেছেন। এর মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করতে হবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এরপরই আমাদের জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাবির সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, আমিরুল ইসলাম কাগজী, মুরসালিন নুমানী, মো. খুরশিদ আলম, বাছির জামাল ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি