ডেস্ক রিপোর্টঃ
রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। গরমের প্রভাবে মানুষের দুর্বিষহ অবস্থা। বেড়ে গেছে গরমজনিত অসুখ-বিসুখও। এতে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।
চলতি মাসের শুরু থেকেই রাজশাহী অঞ্চলে খরতাপ চলছে। মাসের প্রথম সপ্তাহে মৃদু খরতাপ থাকলেও দিন যত যাচ্ছে তাপমাত্রা বাড়ছেই।
সোমবার (১৭ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি শুধু চলতি বছরেরই সর্বোচ্চ না, গত ৯ বছরে রাজশাহীতে তাপমাত্রা এত বেশি ওঠেনি। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, এর আগে ২০১৪ সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান জানান, সোমবার বিকেল ৩টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী রাজশাহীতে ২০১৪ সালের ২১ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি। এরপর আর গত কয়েক বছরে তাপমাত্রা এত ওঠেনি। তার আগে ২০০৫ সালের ২ জুন এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি।
রাজিব খান বলেন, আপাতত কয়েকদিনে এখানে বৃষ্টির সম্ভাবনা নেই। আর বৃষ্টি না হলে তাপমাত্রাও নমনীয় হবে না।
এদিকে, টানা কয়েকদিনের খরতাপের প্রভাবে গরমজনিত কারণে অসুখ-বিসুখও বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ সংক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এখানে গরমজনিত কারণে অসুস্থ হয়ে ৫২ রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ বলেন, এখন পর্যন্ত হিটস্ট্রোক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।