রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যর্থ সরকার অযথাই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর অংশ হিসেবে সরকার বিভিন্ন মামলায় সাজা দিয়ে বিএনপির কেন্দ্রীয় এবং জনপ্রিয় নেতাদের কারাগারে আটকে রাখার কৌশল নিয়েছে, এমন অভিযোগ তার।

দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বুধবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার দলের নেতাদের মামলা ও সাজা দিয়ে সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চায় বলে অভিযোগ করেন তিনি।

দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ব্যর্থ সরকার অযথাই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে কথা হলেও মানবাধিকার বা অন্য ইস্যুতে কথা হয়নি বলে জানান মির্জা ফখরুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি