শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তদন্ত কমিটি থেকে ২ সদস্যের পদত্যাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট

কেনাকাটা নিয়ে ভুল তথ্য দেওয়ার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে গত ১৪ এপ্রিল দুই বছর নিষিদ্ধ করে। পরে গত ১৭ এপ্রিল জরুরি এক সভায় সোহাগের আর্থিক অনিয়মের তদন্ত করতে ১০ সদস্যের কমিটি গঠন করে বাফুফে। এক মাসের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

কিন্তু গঠনের ১০ দিন পার না হতেই কমিটি ভাঙনের খবর এসেছে। জানা গেছে, কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য। তারা হলেন- বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ ও একই পদের আতাউর রহমান ভূঁইয়া। মহিউদ্দিন আজ পদত্যাগ করলেও আতাউর রহমান সরে দাঁড়ান গত ২৪ এপ্রিল।

জানা গেছে, মহিউদ্দিন আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া—দুজনই পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এই দুজন পদত্যাগ করায় তদন্ত কমিটির ভবিষ্যৎ নিয়ে এখন উঠেছে প্রশ্ন।

গত ১৭ এপ্রিলের সেই সভায় তিন মাসের জন্য বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় ইমরান হোসেন তুষারকে। এর আগে তুষার বাফুফের চিফ প্রটোকল ম্যানেজার ছিলেন। এছাড়া আবু নাঈম সোহাগকে ফুটবলের সঙ্গে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয় বাফুফে।

আবু নাঈম সোহাগের বিপক্ষে মোটাদাগে চারটি ধারায় অভিযোগ প্রমাণের কথা বলছে ফিফা। সেগুলো হলো- ২০২০ সালের ফিফা এথিকস কোডের ধারা ১৫ (সাধারণ কর্তব্য), ১৩ (আনুগত্যের দায়িত্ব), ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার) এবং ২৮ (অযথার্থতা ও অনুদানের অপব্যবহার)। এসব ধারায় তাকে দুই বছরের নিষেধাজ্ঞা এবং প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রাঁ) জরিমানা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি