শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মামাকে হত্যার দায়ে দুই ভাগনে গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর আ. জলিল (৪৫) হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামি সিহাদ মিয়া (২৩) ও নোমানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তার দু’জনই নিহতের ভাগনে।

বুধবার (২৬ এপ্রিল ) রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাতক দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল আ. জলিল হত্যা মামলার আসামি সিহাদ ও নোমানকে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা সিলেটে আত্মগোপনে ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আ. জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান (৪৩) বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধারা বাজারে ভাগনে সিহাদ মিয়ার সাথে ক্যারাম খেলাকে কেন্দ্র করে মামা আ. জলিলের হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন ইফতারের আগে হরিণধারা বাজার এলাকায় সিহাদ তার ভাই নোমানকে নিয়ে ধারালো ছুরি দিয়ে মামা আ. জলিলকে হত্যা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি