ডেস্ক রিপোর্ট:
সরকার দুর্নীতির মাধ্যমে নিজেদের সম্পদ বাড়াচ্ছে, অথচ সাধারণ মানুষ জীবন চালাতে হিমশিম খাচ্ছে। এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু প্রাকৃতিক নয় রাজনৈতিক ঝড় আসছে।
শনিবার (১৩ মে) নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে রাজধানীতে চলা বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব এসব কথা বলেন।
মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি আজ বিদেশিরাও তুলছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন রুখে দিতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য মানুষ হত্যা করছে ক্ষমতাসীনরা।
এ সময় হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে মানুষের চোখের ভাষা বুঝে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।
সেফ এক্সিট চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। সকল রাজনৈতিক দল এক হয়েছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। দাবি আদায়ে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ।
আন্দোলনকে বিভ্রান্ত করতে নতুন ফন্দি ফিকির করছে সরকার। এজন্য জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা। ক্যারিকাটা করে এবার লাভ হবে না। জনগণের বিজয় নিশ্চিত এবার বলেও জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের গ্রেফতার, গায়েবি মামলা দায়ের, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে ৪ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগর, ২০মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর এবং ২৬শে মে ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগর, ২৭শে মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ হবে।