মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


পিস্তল হাতে মিছিলের ভিডিও ভাইরাল, যা বললেন এমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে পিস্তল হাতে মিছিলে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

জানা গেছে, গত সোমবার (২২ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কয়েকজন নেতাকর্মীর ধারণা, আগামী নির্বাচনে পুনরায় নমিনেশন পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এমপি মোস্তাফিজুর অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেন।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর বলেন, লাইসেন্স করা অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেওয়া আমি অযৌক্তিক মনে করি না। যেখানে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি নেতারা, সেখানে এমপি নিজের নিরাপত্তার কথা চিন্তা করে অস্ত্র হাতে নিয়েছে- এখানে দোষের কিছু নেই।

এ বিষয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, একজন বিএনপি নেতা যদি প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো বক্তব্য দিতে পারেন। দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে পারেন। তবে আমি বৈধ অস্ত্র নিয়ে অগ্নি সন্ত্রাসীদের প্রতিরোধ করতে মিছিলে অংশ নিলে ক্ষতি কি?

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে নিজের পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেছিলেন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ ছাড়া ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তার অশ্লীল গালাগালির একটি ভিডিও ভাইরাল হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি