মঙ্গলবার,১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাংবাদিক হত্যা: অস্ত্র হাতে চেয়ারম্যানপুত্রের হাতে পিস্তলের ছবি ভাইরাল


সাংবাদিক হত্যা: অস্ত্র হাতে চেয়ারম্যানপুত্রের হাতে পিস্তলের ছবি ভাইরাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতের হাতে পিস্তলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে।

সোমবার (১৯ জুন) একটি আইডি থেকে ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। রিফাতের পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। গ্রেফতার হলে অস্ত্রের রহস্য জানা যাবে।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাটহাটি মোড়ে বাবু চেয়ারম্যানের পালিত সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি ও ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে ২ নম্বর আসামি করে ২২ জন ও অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।

ইতিমধ্যে বাবু চেয়ারম্যানসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার তাদের আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত বাবু চেয়ারম্যানকে ৫ দিন, ৬ আসামিকে চারদিন ও ৬ আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য বকশীগঞ্জ থানা হেফাজতে রয়েছেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি