শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কানাডায় ভারতীয় কূটনীতিবিদকে খুনি উল্লেখ করে পোস্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

কানাডায় ভারতীয় কূটনীতিবিদকে খুনি উল্লেখ করে পোস্টার বের করেছে খালিস্তানপন্থী সমর্থকরা। সেইসঙ্গে আগামী ৮ জুলাই টরন্টোতে ‘ফ্রিডম র‍্যালি’ করার কথা ঘোষণা দিয়েছে প্রবাসী খালিস্তানপন্থীরা। এ নিয়ে ভারত গতকাল সোমবার কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাককায়েভকে তলব করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খালিস্তানপন্থী প্রবাসীদের এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে কানাডা। দেশটির সরকার জানিয়েছে, ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করা হবে না।

এ নিয়ে আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনের অধীনে কানাডা তার বাধ্যবাধকতাগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। অনলাইনে ছেয়ে যাওয়া পোস্টার নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় খালিস্তানিপন্থী নেতাদের প্রকাশিত ‘কিল ইন্ডিয়া’ শিরোনামের একটি পোস্টার ছেয়ে গেছে। পোস্টারে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এবং টরন্টোতে ভারতের কনসাল জেনারেল অপূর্ব শ্রীবাস্তবকে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে কানাডায় প্রবাসী পাঞ্জাবিদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা ইতিমধ্যে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো আমাদের অংশীদার দেশগুলোকে অনুরোধ করেছি তারা যেন খালিস্তানিদের কার্যকলাপকে প্রশ্রয় না দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি