শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে নেওয়া হয়েছে ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একটি কোর্সের পাঁচ নম্বরের এসাইনমেন্ট মূল্যায়ন করা হয়েছে গাছ লাগানোর মাধ্যমে। এই এসাইনমেন্টে সকল শিক্ষার্থী পূর্ন নম্বর পেয়েছে।

কোর্সটির নাম ‘আইন-১১১:লিগ্যাল হিস্টোরি এ্যান্ড লিগ্যাল সিস্টেম অব বাংলাদেশ’। এই কোর্সটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ্য। এটি শিক্ষার্থীদের পড়িয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম। শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করাতে ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছেন বলে জানান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।

কোর্স শিক্ষক মু. আলী মুর্শেদ কাজেমের সাথে কথা বলে জানা যায়, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ১২ দিনের জন্য বন্ধ হয়ে যায়। এ সময়কে কাজে লাগাতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের এমন এসাইনমেন্ট দিয়েছেন। শুধু গাছ লাগানো না, রক্তদানের মত কাজের অনুমতিও ছিল। কিন্তু পর্যাপ্ত প্রমান না থাকার সম্ভাবনায় সকল শিক্ষার্থী এই বন্ধে গাছ লাগিয়েছে। শুধু গাছ লাগিয়েই শেষ হয়নি এসাইনমেন্ট। সেই গাছ কিংবা গাছের সাথে ছবি তুলে দিতে হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই এসাইনমেন্ট সম্পূর্ন করার শেষ তারিখ ছিল ১১ জুলাই। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিক্ষার্থী এসাইনমেন্টটি সম্পূর্ন করেছে।

এরকম এসাইনমেন্ট পেয়ে খুশি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাইজা তাসনিম। তিনি বলেন, ‘আমরা তো শুধু মুখেই আওড়াই, গাছ লাগান,পরিবেশ বাচান। কিন্তু গাছ আর লাগাই না। আমার বেলাও হয়েছে তাই। তবে অ্যাসাইনমেন্টের উসিলায় গাছ লাগানো হয়েছে। এর মাধ্যমে ক্ষণিকের জন্য হলেও যান্ত্রিকতাকে ছাড়িয়ে প্রকৃতির মাঝে নিজের আলাদা সত্তা খুঁজে পেয়েছি।’

শিশির ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘পরিবেশগত সুরক্ষা এবং ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। আমরা ঈদের ছুটিতে অনেকে নিজ নিজ বাড়িতে কেউবা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে অ্যাসাইনমেন্ট হিসেবে বৃক্ষরোপণ করেছি। যা পরিবেশ সুরক্ষায় কাজে আসবে।’

সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘শিক্ষার্থীদের সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা সেগুলো যথাযথভাবে তাদের অনুভব করাতে পারি না। শিক্ষার্থীদের মাঝে যেন সে অনুভূতি জাগ্রত হয় সেজন্যই বিভাগের একদম নবীন শিক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্ট দেওয়া। শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্ট খুবই স্বতঃস্ফূর্ত এবং আনন্দের সাথে সম্পন্ন করেছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি