শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবির বাজেটে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি ২৮ লাখ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে গবেষণা খাতের জন্য দুই কোটি টাকা বরাদ্দ হয়েছে। যা গতবছরে ছিলো ১ কোটি ৭২ লাখ।গতবারের তুলনায় এবছর গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে ২৮ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের তথ্যমতে, গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাস হয়। যার মাঝে ২০২৩-২৪ সালের জন্য বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

গবেষণা খাতে এই বরাদ্দের পরিমাণ এইবার দুই কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে ছিলো এক কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ গবেষণা খাতে এ বছর বাজেট বৃদ্ধি পেয়েছে ২৮ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. আসাদুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গতবছরের তুলনায় এই বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গবেষণা খাতে বরাদ্দ বেশি দিয়েছে। যা আমাদের শিক্ষকদের জন্য অনুপ্রেরণামূলক। যদি শিক্ষকেরা কাজ করে আর বাজেটে ঘাটতি আসে তবে এই বরাদ্দ আরও বাড়ানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি