সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সদর ও চৌদ্দগ্রামে পৃথক অভিযান: ১০০ কেজি গাঁজাসহ একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০২৩

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদরে পৃথক অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।

সদরে ৫০ কেজি গাঁজাসহ ইমরান হোসেন এমরান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদরের পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী দক্ষিণ নতুন পাড়া গ্রামের জলিলের বাড়ীর দক্ষিণ পাশে গোমতী আইলের নিচে পরিত্যক্ত একচালা টিনের ঘরের তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমরান হোসেন এমরানকে আটক করা হয়।

আটক হওয়া ইমরান হোসেন এমরান কুমিল্লা সদরের পাঁচথুবী কেরানী বাড়ীর আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া বুধবার (২৬ জুলাই) ভোর সোয়া ৬ টায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) লিটন চাকমা এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা এলাকার বিজয়করা স্কুল এন্ড কলেজ এর উত্তর পাশে গাংরা টু চৌধুরী বাজার গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা চালক পুলিশ দেখতে পেয়ে উক্ত সিএনজি অটোরিকশা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। উক্ত সিএনজি তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গাঁজাসহ সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি