শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রলার ডুবি: নিখোঁজের তিন দিন পর ১২ জেলে উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভাসমান অবস্থায় তাদের পেয়ে অপর ট্রলারের জেলেরা উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন বোটের মাঝি মো. মোক্তার (৪০), চালক আখতার হোসেন (৪০), মো. জাহাঙ্গীর, মো. ইলিয়াছ, মো. ফরিদ, নুর মোহাম্মদ, মো. শাহীন, আরফাত, আরিফ, ওসমান, নুরুদ্দিন ও আবদুল আজিজ।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, গভীর সমুদ্র থেকে চট্টগ্রামের জেলেরা ১০ জনকে উদ্ধার করেছে। তারমধ্যে ৮জন সুস্থ আছেন এবং ২ জনের অবস্থা একটু খারাপ তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাবি দুইজনকে হাতিয়ার একটি বোটের জেলেরা উদ্ধার করেছে, তারা বাড়ি ফিরে গেছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উদ্ধার হওয়া জেলে মো. জাহাঙ্গীর বলেন, বোটডুবির পর আমরা তিনদিন বোটের বিভিন্ন সরঞ্জাম ধরে সাগরে ভেসেছিলাম। পরে পতেঙ্গার একটি মাছ ধরার বোট আমাদের উদ্ধার করে নিয়ে আসে। আমরা শারীরিকভাবে সবাই দুর্বল।

জানা যায়, উদ্ধার ১২ জেলের মধ্যে ১০ জনকে পতেঙ্গার একটি ফিশিং বোট উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। এছাড়া নুরুদ্দিনকে নোয়াখালীর হাতিয়ায় ও আবদুল আজিজকে ভোলায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। শারীরিকভাবে দুর্বল হওয়ায় পরিবারের মাধ্যমে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি