রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার, একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০২৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় একটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ আগষ্ট) দুপুর দেড়টায় বরুড়া উপজেলার হরিপুর গ্রামের মনির হোসেনের ছেলে কামরুল হাসান ওরফে মেহেদী হাসান(২৬) তার অটোরিক্সা দিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে জোহরের নামাজ পড়ার জন্য বরুড়ার খোশবাস উত্তর ইউপির আদমসার পূর্ব বাজার জামে মসজিদের সামনে অটোরিক্সাটি রেখে নামাজ পড়তে যায়। পরবর্তীতে একই উপজেলার উত্তর শালুকিয়া(লতি বেপারী বাড়ী)গ্রামের মৃত. হারুন হোসেনের ছেলে শাকিল হোসেন(২১)সহ অজ্ঞাতনামা ২/৩ জন ও গাড়ির চালক এর পিছনে এসে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হলে সেজদার সময় দেখতে পায় যে, চালকের পিছনে উক্ত আসামি নাই। পরে নামাজ শেষে ভিকটিম কামরুল হাসান প্রঃ মেহেদেী হাসান মসজিদ থেকে বাহির হয়ে দেখতে পায় যে তার ব্যাটারি চালিত অটোরিক্সাটিকে বা কারা চুরি করে নিয়ে যায়। সাথে সাথে বাদী চারদিকে খোঁজ করতে থাকে। বাদীর গাড়িতে জিপিএস ট্র্যাকার থাকার কারণে আসামীর অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। পরে জিপিএস ট্র্যাকার মাধ্যমে উপস্থিত সাক্ষীসহ এলাকার কয়েকজনকে নিয়ে আসামীর অবস্থানকৃত স্থানে বুড়িচং উপজেলার কাবিলা জুতা ফ্যাক্টরির সামনে দুপুর সোয়া ২ টার সময় উপস্থিত হয়ে দেখতে পান যে বাদীর অটোরিক্সাটি চালিয়ে নিয়ে যাচ্ছে দেখে ডাক দিলে বাদীকে দেখে চালক লাফ দেয় এবং গাড়িতে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়িয়ে পালিয়ে যায়। সাথে সাথে বাদীসহ তার সাথে লোকজনের সহায়তায় বিবাদী শাকিল হোসেনকে আটক করে।

শাকিলকে আটক করার বিষয়টি বরুড়া থানা পুলিশকে সংবাদ দিলে বরুড়া থানার এসআই ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামীকে নিজ হেফাজতে নেয় এবং ঘটনাস্থল হতে চুরি হওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে।

এ ঘটনায় বরুড়া থানার মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি