রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০২৩

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এবং ১০টায় যারিফ আলী পার্কের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর । পরে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে একইস্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, গৌরীপুর এবং পৌরসভাসহ ১৫ ইউনিয়নে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। আলোচনা সভা গণভোজে অংশ গ্রহন করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি