শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত বেড়ে ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলো সরাইল উপজেলা বড়ইবাড়ী এলাকার মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার জিলানী (৮)।

স্থানীয়রা জানান, আজ দুপুরে সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও দুজন পুরুষ নিহত হন। এ ঘটনায় দুজন যাত্রী আহত হন। পরে আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি